images

অর্থনীতি

পেঁয়াজ আমদানি ৪৫ টাকায়, বিক্রি ৮০ টাকায়

রোববার, ০৮ অক্টোবর ২০২৩ , ০৫:২৮ পিএম

images

পেঁয়াজের দাম কিছুতেই কমছে না। প্রতিদিন ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও পেঁয়াজের ঝাঁজ এখনও ঊর্ধ্বমুখী। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা টাকা কেজি দরে, আর আমদানি করা পেঁয়াজ ৮০ টাকায়। যদিও পেঁয়াজ আমদানিতে খরচ পড়ছে কেজি প্রতি ৪০ থেকে ৪৫ টাকা। কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের মুনাফা।

খুচরা ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে তারা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন। আমদানিকারকরা বলছেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার কারণে  বাজার চড়া। এখন তারা অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছেন। এসব দেশের মধ্যে রয়েছে পাকিস্তান, মিশর, তুরস্ক, মিয়ানমার ও চীন। এরই মধ্যে বাজারে প্রবেশ করেছে পাকিস্তানি ও চীনা পেঁয়াজ।

তারা বলছেন, বাজারে পাকিস্তানি ও চীনা পেঁয়াজ সরবরাহ বাড়লে শিগগিরই কমে আসবে সব ধরনের পেঁয়াজের দাম।

এদিকে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে ভারত ছাড়াও চীন, তুরস্কসহ ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে সবচেয়ে বেশি ১১ হাজার ৮২০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে। এরপর মিশর থেকে ৩ হাজার ৯১০ টন, চীন থেকে ২ হাজার ৪০০ টন, তুরস্ক থেকে ২ হাজার ১১০ টন, কাতার থেকে ১ হাজার ১০০ টন, মিয়ানমার ২০০ টন, থাইল্যান্ড ৩৩ টন, নেদারল্যান্ডস চার টন ও ইউএই থেকে তিন টনের অনুমতি দেওয়া হয়েছে। এসব পেঁয়াজ খুব শিগিগরই দেশে আসবে।

মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত মোট ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এরমধ্যে দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার টন। অনুমতি দেওয়া সব পেঁয়াজ দেশে এলে পেঁয়াজের দাম কমে আসবে।

বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল যথাক্রমে ৬৫ থেকে ৮০ টাকা ও ৫৫ থেকে ৬০ টাকা। গত বছর এই সময় প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে।