images

অর্থনীতি / পর্যটন

পর্যটন শিল্পের বিকাশে কর্মসংস্থান হয় : প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬ , ১০:৪৮ এএম

images

পর্যটন শিল্পের বিকাশে বিপুল কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জনসহ অর্থনৈতিক উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পর্যটকদের কাছে স্থানীয় সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য তুলে ধরা যায়। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে বিভিন্নমুখী কার্যক্রম হাতে নিয়েছে। দেশের পর্যটনকে দেশি-বিদেশি সব শ্রেণির মানুষের কাছে তুলে ধরতে সরকার সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করেছে।

তিনি বলেন, স্বল্প খরচে ভ্রমণ, আবাসন ও বিনোদনসহ বিভিন্ন পর্যটন সুবিধা মানুষের সাধ্যের মধ্যে পৌঁছে দিতে সরকার কাজ করছে।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে পর্যটন শিল্পের বিকাশে ১৯৭২ সালে কর্পোরেশন গঠন করেন। তিনিই উপলব্ধি করেন বাংলাদেশ পর্যটনের ক্ষেত্রে সম্ভাবনাময় দেশ।

পর্যটন সুবিধাদি দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জেএইচ/ডিএইচ