images

অর্থনীতি

পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ , ০৫:০৪ পিএম

images

অর্থ ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, পণ্যমূল্য হুট করে কমানো সম্ভব না, তবে কমানোর চেষ্টা করা হচ্ছে। পণ্যের দাম যাতে কমে আসে, এজন্য কিছু পণ্যের শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থ খাতে ১ মাসে অনেক কাজ দৃশ্যমান জানিয়ে ড. সালেহ উদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে পণ্যের দাম আরও কমে আসবে। ব্যাংক খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোর দিকে প্রথমে নজর দেওয়া হচ্ছে।