images

অর্থনীতি

কোনোক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়, সেটা সরকার দেখবে: অর্থ উপদেষ্টা

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ , ০২:৩৯ পিএম

images

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনোক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সরকার সেটা দেখবে।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা অবশ্যকীয় জিনিসের ঘাটতি হতে দেব না। সার, চিনি, ছোলা, সয়াবিন তেল আমদানি করা খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি।

তিনি বলেন, রোজার জন্য সয়াবিন ও ছোলা। কিছুদিন পর খেজুরের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নেব। কোনোক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা আমরা দেখব।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে সংবাদিকরা জানতে চাইলে এ ব্যাপারে পরে জানাবেন বলে মন্তব্য করেন সালেহউদ্দিন আহমেদ।

আরটিভি/এসএপি