images

অর্থনীতি

ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার টন চাল

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০৩:৫৮ পিএম

images

ভিয়েতনাম থেকে আমদানি করা ২৯ হাজার টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে।

শনিবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়, ভিয়েতনাম থেকে জি-টু-জি চুক্তির আওতায় ২৯ হাজার টন আতপ চাল নিয়ে এমভি ওবিই দিনারস জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুই চালানে ৩০ হাজার ৩০০ টন চাল এরইমধ্যে দেশে পৌঁছেছে।

আরটিভি/আইএম/এস