images

অর্থনীতি / ব্যাংক-বীমা

ডেপুটি গভর্নর নিয়োগ আরেক ধাপ এগোলো

বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮ , ১১:৪৪ এএম

images

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) নিয়োগের প্রক্রিয়া চলছে বেশ কিছুদিন ধরেই। গতকাল এজন্য দুইজনের নাম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ছয় প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় বাংলাদেশ ব্যাংকে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৌখিক পরীক্ষা শেষে এ সংক্রান্ত বাছাই কমিটি দুইজনের নাম অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মৌখিক পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল, মো. আবদুর রহিম, মিজানুর রহমান জোদ্দার ও মো. মাসুম কামাল ভূঁইয়া।

বাকি দুইজন হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এবং কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি মো. আলমগীর।

আরও পড়ুন:

এসআর