images

অর্থনীতি

আবারও বাড়লো সোনার দাম

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৯:৫৫ পিএম

images

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ১৯২ টাকা। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। শনিবার (১৪ জুন) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই সোনার দাম রোববার (১৫ জুন) থেকে কার্যকর হবে।

এর আগে, গত ৫ জুন ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা।

নতুন দর অনুযায়ী (১৫ জুন থেকে কার্যকর):  
- ২২ ক্যারেট: ১,৭৪,৫২৮ টাকা/ভরি  
- ২১ ক্যারেট: ১,৬৬,৫৯৭ টাকা/ভরি  
- ১৮ ক্যারেট: ১,৪২,৮০২ টাকা/ভরি  
- সনাতন পদ্ধতি: ১,১৮,১৬৮ টাকা/ভরি

নতুন সোনার দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বর্তমানে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা পড়বে। আর ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর ৩৮ বার সোনার দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ২৬ বারই বাড়ানো হয়েছে সোনার দাম। এছাড়া মাত্র ১২ বার কমানো হয়েছে সোনার দাম। 

অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে দাম বাড়ানো হয়েছিল ৩৫ বার আর ২৭ বার কমানো হয় সোনার দাম।

আরটিভি/এসকে