images

অর্থনীতি / করপোরেট কর্নার

নারী ক্রিকেটারকে বাইক দিলো এসিআই মটরস

রোববার, ২২ জুলাই ২০১৮ , ০৫:২৭ পিএম

images

এসিআই মটরস্ লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মটর সাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান এসিআই মটরস্। বর্তমানে সারাদেশে এসিআই মটরস্ এর ৪০ টির ও বেশি থ্রি এস (সেলস্, স্পেয়ার পার্টস, সার্ভিস) ডিলার পয়েন্ট এবং ২টি অত্যাধুনিক এসিআই ফ্ল্যাগশিপ সেন্টার রয়েছে।

এসিআই মটরস্ প্রতিভাবানদের সম্মান প্রদর্শন করে এসেছে। সম্ভাবনাময় উদীয়মান তারুণ্যের অগ্রযাত্রাকে স্বাগতম জানিয়ে এবার এসিআই মটরস্ সম্মাননা দিল বাংলাদেশ ন্যাশনাল ওমেন্স ক্রিকেট টীম এর জাহানারা আলমকে।

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অসামান্য সাফল্যে উজ্জীবিত সারা দেশ। ওমেন্স এশিয়া কাপ টি-২০ তে শিরোপা জয়ী বাংলাদেশ ন্যাশনাল ওমেন্স ক্রিকেট টিম এর অন্যতম খেলোয়াড় জাহানারা আলম।

অনুষ্ঠানে জাহানারা আলম তাকে সম্মানিত করার জন্য এসিআইকে ধন্যবাদ জানান এবং নতুন ও উদীয়মান তরুণীদেরকে ক্রিকেটে এগিয়ে আসার জন্য আহবান জানান।

 

আরও পড়ুন :

বিজ্ঞপ্তি