images

অর্থনীতি / করপোরেট কর্নার

লিনেক্স এখন পঞ্চগড়ের টুনিরহাটে, থাকছে ‘হাউ কাউ’ অফার

শনিবার, ১১ আগস্ট ২০১৮ , ১২:৩৮ পিএম

images

পঞ্চগড়ের টুনিরহাট বাজারে লিনেক্স ইলেক্ট্রনিক্স এর ৮৭তম এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চীফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হক ইলেক্ট্রনিক্স ওয়ার্ল্ড এর স্বত্বাধিকারী মো. ওজিফুল হক, মো. জব্বারুল হক ও মো. মজিবুল হকসহ এলাকার গণ্যমান্যরা।

প্রতিষ্ঠানটির চীফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর শো-রুমটি ঘুরে দেখেন এবং লিনেক্স এর বিভিন্ন পণ্যের ব্যবহারিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, লিনেক্স ব্র্যান্ডকে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা করছি। আর এজন্য লিনেক্স ইলেক্ট্রনিক্স ক্রেতাদের জন্য নিয়ে এসেছে “হাউ কাউ” অফার।

এই অফারে ক্রেতাদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে থাকছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাকসহ ব্যাংকক এবং কুয়ালালামপুর ঘুরে আসার সুযোগ।

আরও পড়ুন :

এসআর