images

অর্থনীতি / করপোরেট কর্নার

দার্জিলিং ঘুরে আসলো বিয়ন্ড বাউন্ডারি ক্লাব

সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ , ০৩:৩০ পিএম

images

দেশের সীমানা পেরিয়ে সফলভাবে দার্জিলিং ট্যুর সম্পন্ন করলো বিয়ন্ড বাউন্ডারি ট্র্রাভেলিং ক্লাব। দেশের বাইরে এটি ছিল বিয়ন্ড বাউন্ডারি ক্লাবের চতুর্থ ট্যুর।

এই ট্যুরে বিয়ন্ড বাউন্ডারির সহসভাপতি মো, ফরহাদ রেজা, সম্মানিত সদস্য শাহজাদা বসুনিয়া, জেনারেল সেক্রেটারি ও ট্যুর ম্যানেজার মনিরুজ্জামান চৌধুরী, ডেপুটি জেনারেল সেক্রেটারি, শাহ মোঃ আবু সাইদসহ ১৮ জন মেম্বার অংশগ্রহণ করেন।

দার্জিলিং ট্যুরে বিয়ন্ড বাউন্ডারি ভারতের দার্জিলিং, কালিমপং-এর আকর্ষণীয় পর্যটন কেন্দ্রসমূহে ভ্রমণ করে।

সংবাদ বিজ্ঞপ্তি