images

অর্থনীতি / করপোরেট কর্নার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯ , ০৪:৪৯ পিএম

images

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে এই সম্মেলন হয়।

সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন।

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. মোস্তফা খায়ের ও মো. জহুরুল হক, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপকগণ ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ২০১৮ সালের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং ২০১৯ সালের জন্য বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

এসআর