images

অর্থনীতি / পর্যটন

পর্যটন করপোরেশনের ন্যাশনাল সার্টিফিকেট কোর্স উদ্বোধন

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭ , ০৫:১৪ পিএম

images

পর্যটন করপোরেশনের উদ্যোগে  ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিষয়ে ৬টি কোর্স এর সমন্বয়ে ১৮ সপ্তাহব্যাপী ন্যাশনাল সার্টিফিকেট কোর্স শুরু হয়েছে। সোমবার  মহাখালীর হোটেল অবকাশে এ সার্টিফিকেট কোর্স উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে  ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইন্স্টিটিউট (এনএইচটিটিআই)  এটি আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মোঃ শহিদুল আলম। সভাপতিত্ব করেন এনএইচটিটিআই এর অধ্যক্ষ ও সংস্থার মহা-ব্যবস্থাপক জনাব পারভেজ আহমেদ চৌধুরী।

দেশ ও বিদেশে  হসপিটালিটি ও ট্যুরিজম শিল্পের জন্য দক্ষ মানব সম্পদ উন্নয়নে পথিকৃত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের একমাত্র সরকারি প্রশিক্ষণ ইন্স্টিটিউট এনএইচটিটিআই ১৯৭৪ সাল থেকে অত্যন্ত সফলতার সঙ্গে  দায়িত্ব পালন করে আসছে। এ ইন্স্টিটিউটের চল্লিশ হাজার প্রশিক্ষণার্থী দেশ ও বিদেশে হসপিটালিটি ও ট্যুরিজম শিল্পের পেশাজীবী হিসেবে কাজ করছেন।

এপি / এমকে