images

অর্থনীতি / করপোরেট কর্নার

ইয়ামাহা এখন রাজধানীর শনির আখড়ায়

বুধবার, ১১ অক্টোবর ২০১৭ , ০৫:৫৪ পিএম

images

এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই মটরস। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ইয়ামাহা মটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর।

কাস্টমারদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য ইয়ামাহা মটরসাইকেল দেশজুড়ে ৩২টিরও বেশি ৩-এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস) পয়েন্ট স্থাপন করেছে।

কাস্টমারদের চাহিদা পূরণের লক্ষ্যে গত ৮ অক্টোবর রাজধানীর শনির আখড়ায় (১৬৪ রায়ের বাগ, কদমতলি) একটি ৩-এস ডিলার পয়েন্ট উদ্বোধন করেছে।

ক্রিসেন্ট এন্টারপ্রাইজ নামে এই নতুন ডিলার পয়েন্ট উদ্বোধন করা হয়।

ইয়ামাহা’র নতুন শোরুম'র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের ইয়ামাহা মোটরের সিনিয়র সুপারভাইজর কুমামুতো। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, ডিরেক্টর সেলস মোহাম্মদ আজম আলী, জেনারেল ম্যানেজার (সার্ভিস ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট) আসিফ উদ্দিন, মার্কেটিং ম্যানেজার রবিউল হক এবং এসিআই'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

এসজে