images

বাংলাদেশ / এডিটর'স চয়েস / জাতীয়

প্রতিশ্রুতি রেখেছি : বিদায়ী নির্বাচন কমিশনার

রোববার, ০৫ ফেব্রুয়ারি ২০১৭ , ১০:৪০ পিএম

দায়িত্ব নেয়ার সময় আমরা সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম মেয়াদকালে সে প্রতিশ্রুতি রেখেছি। বললেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ ভবন অফিসে দেখা করে তিনি এসব কথা বলেন।

পরে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

৫টি সিটি করপোরেশন নির্বাচনের উদাহরণ দিয়ে রকিবউদ্দিন বলেন, বিএনপিও এসব নির্বাচনে জয় লাভ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনে ১২টি রাজনৈতিক দল অংশ নেয় এবং নির্বাচন কমিশন দৃঢ় পদক্ষেপের মাধ্যমে নির্বাচন শেষ করে।

তিনি আরো বলেন, নির্বাচন বর্জনকারী কয়েকটি রাজনৈতিক দলের ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড সত্ত্বেও সংবিধান সমুন্নত রাখার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপের মাধ্যমে আমরা ৫ জানুয়ারি নির্বাচন শেষ করি।

স্থানীয় সরকার পরিষদের নির্বাচন প্রসঙ্গে কাজী রকিবউদ্দিন বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এসব নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

মেয়াদকালে কমিশনের কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ না করায় এবং কোনো ধরণের নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বিদায়ী নির্বাচন কমিশনার।

এসময় শেখ হাসিনা জানান তার সরকার দেশের মানুষের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কে/জেএইচ