images

অন্যান্য / শিক্ষা

একাদশে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ , ০৮:৩৬ পিএম

images

একাদশে ভর্তির প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে প্রায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য কলেজ পেয়েছে। ঢাকা বোর্ডের আওতায় বিভিন্ন কলেজে তিন লাখ তিন হাজার ৯৯ জন রয়েছে এর মধ্যে। 

কলেজে ভর্তির ওয়েবসাইটে http://www.xiclassadmission.gov.bd/ আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ জানিয়েছেন।

এর আগে এ ধাপে সারাদেশে মোট ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন আবেদন করেছিল। এর মধ্যে কলেজ মেলেনি ৬৪ হাজার ৯৭২ জনের ভাগ্যে।

গেল ৯ আগস্ট থেকে শুরু হয় ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন। তিন ধাপে অনলাইন আবেদন কার্যক্রম শেষ হয় ২০ আগস্ট।

এসএস