শুক্রবার, ২৭ আগস্ট ২০২১ , ১২:৪৬ পিএম
নির্ধারিত সময়ে আবাসিক হল খুলে দেওয়ার জন্য দ্রুত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করে টিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের অতিদ্রুত জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে করোনা ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শতভাগ শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম সমাপ্ত না হলে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা ব্যাহত হবে।
কেএফ