images

ক্যাম্পাস / শিক্ষা

মেধাবী শিক্ষার্থী সিয়ামকে বাঁচাতে সাহায্যের আবেদন

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ , ০১:২২ পিএম

images

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী মো. মুনতাসির হাবিব সিয়াম দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তার উন্নত চিকিৎসার জন্য টাকার প্রয়োজন।

মো. মুনতাসির হাবিব সিয়াম হাবিপ্রবির ‘ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং’ বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী। 

মেধাবী  এই শিক্ষার্থী হাবিপ্রবিতে ভর্তির কয়েকমাস পরই তার দেহে ক্যানসার কোষের উপস্থিতি পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। কিন্তু সুস্থ না হওয়ায় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়। এর কিছুদিন পরেই তার করোনা পজিটিভ আসায় তাকে করোনা ইউনিটে নেওয়া হয়।

পরবর্তীতে করোন নেগেটিভ হওয়ার পরও সঠিক চিকিৎসা না পাওয়ায় তাকে গ্রিন রোডস্থ গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে আছে। অবস্থা অস্থিতিশীল হওয়ায় তার বাবা আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেছেন।

সিয়ামকে সাহায্য পাঠানোর ঠিকানা : ০১৭১৭৩৭৪৯৫৩, ০১৭৭ ১১১৮০৯৯