images

ক্যাম্পাস / শিক্ষা

কুবিতে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইন বিভাগ

বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ , ০২:২৮ পিএম

images

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ব্যবস্থাপনা বিভাগকে ২৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় ম্যাচটি শুরু হয়। এ সময় টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে আইন বিভাগ। সর্বোচ্চ ৪৪ রান সংগ্রহ করেন আবদুল্লাহ আল সিফাত।

জানা গেছে, ১৮৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও রানের গতি সচল রাখে ব্যবস্থাপনা বিভাগ। মাঝের ওভারগুলোতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্যবস্থাপনা বিভাগ। শেষ পর্যন্ত সবকয়টি উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। পরে আইন বিভাগের আবদুল্লাহ আল সিফাত ৪ ওভার বল করে সর্বোচ্চ ৩ উইকেট লাভ করে। ব্যাটিং এবং বোলিং নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন সিফাত।

এদিকে ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড.এ এফ এম আব্দুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ আসাদুজ্জামান, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান মো.জামাল নাসের, বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের সাবেক নির্বাহী সদস্য বদরুল হুদা জেনু, ক্রিয়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইনুল হক।