images

ক্যাম্পাস / শিক্ষা

১৬ ফেব্রুয়ারি থেকে বিএসএমএমইউর ডিপ্লোমা কোর্সের পরীক্ষা

শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ , ০৪:৪০ পিএম

images

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সব ডিপ্লোমা কোর্সের পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। 

শনিবার (২৮ জানুয়ারি) সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএমএমইউর সব ডিপ্লোমা কোর্সের জানুয়ারি ২০২৩ সেশনের ওরাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সবগুলো পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আদেশের অনুলিপি বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স ও ডেন্টাল অনুষদের ডিন ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।