বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ , ০৭:২৯ পিএম
পশ্চিমবঙ্গের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি প্রবর্তিত ‘দীনেশ-রবীন্দ্রপত্র সম্মাননা পদক ২০২৩’ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। শিক্ষা-গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পরিচালক ও দীনেশচন্দ্রের প্রপৌত্রী অধ্যাপক দেবকন্যা সেন বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসেন। এরপর একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের হাতে সম্মাননা পদক ও মানপত্র তুলে দেন।
উল্লেখ্য, এর আগে বিচারপতি সুধেন্দু মল্লিক, বিচারপতি চিত্ততোষ মুখার্জি, সুপ্রিয় ঠাকুর, বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, কবি মুহম্মদ নূরুল হুদা, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সমাজকর্মী আরমা দত্ত প্রমুখ এই পদক লাভ করেছেন।