শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ , ০৩:০০ পিএম
ব্রিটিশ লেখক জর্জ অরওয়েল-এর ঐতিহাসিক সৃষ্টি অ্যানিমেল ফার্ম। এটি একটি ব্যঙ্গাত্মক রূপকধর্মী উপন্যাস। প্রকাশিত হয় ১৯৪৫ সালে। টাইম ম্যাগাজিন ও বিবিসির জরিপে অন্যতম সেরা তকমাসহ হুগো অ্যাওয়ার্ড জয়ী বিখ্যাত এই উপন্যাসটি সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের শাসনামলকে ব্যঙ্গ করে লেখা হয়েছিল।
এবার প্রথমবারের মত এই উপন্যাস অবলম্বনে নাটক মঞ্চস্থ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদারের স্ক্রিপ্ট, ডিজাইন, পরিকল্পনা ও নির্দেশনায় বুধবার (২৯ নভেম্বর) ও বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুদিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে নাটকটি মঞ্চায়িত হয়েছে।
নাটকটির কলাকুশলীদের সম্পর্কে মাজহারুল হোসেন তোকদার বলেন, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই কাজটি করেছে। নাটকের মধ্যে ৪ জন শিশুও ছিল।
এর আগে মাজহারুল হোসেন তোকদারের নির্দেশনায় গুরুত্বপূর্ণ কিছু নাটক মঞ্চায়িত হয়েছে। এরমধ্যে কোর্টমার্শাল, ডাকঘর, ইলেকট্রা, ইডিপাস, জয় বাংলা, ব্লু হেলমেট, দ্য প্রিজনার, সাতক্ষীরায় মঞ্চস্থ 'বর্ডার ৭১' অন্যতম।