images

শিক্ষা

মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব 

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৫৭ পিএম

images

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরের মধ্য মুনিপরে মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।  শীতকালীন নানান ধরণের পিঠা নিয়ে সাজানো হয় এ উৎসব। 

শুরুতেই পিঠা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  সৈয়দা মুনিরা ইসলামসহ অতিথিরা। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারা। এসময় বাংলার ঐতিহ্য শীতকালীন বিভিন্ন পিঠাসহ নানান আইটেমের সমারোহ দেখা যায়। এসব পিঠা এবং মুখোরোচক খাবারগুলো শিক্ষক-শিক্ষার্থীরা নিজেরা তৈরি করে পরিবেশন করেন। 

প্রধান অতিথির বক্তব্যে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমান ভাবে এগিয়ে নিতে হবে। তাদের সৃজনশীলতা বিকাশের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলেই তারা সম্পদে পরিণত হতে পারে।  এজন্য অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের দায়িত্বও গুরুত্বপূর্ণ ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জজকোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট খায়রুল আহসান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্যরা।

অংশগ্রহণকারীরা জানান, পিঠা-পুলির সাথে পরিচিত হওয়ার পাশাপাশি স্বাদগ্রহণের উদ্দেশ্যে এই আয়োজন।