images

ক্যাম্পাস / শিক্ষা

শিশুদের নিয়ে নোবিপ্রবিতে ‘রান ফর ক্যানসার অ্যাওয়ারনেস’ উদ্বোধন 

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:০০ পিএম

images

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ব্লাড ব্রিগেডের আয়োজনে ‘রান ফর ক্যানসার অ্যাওয়ারনেস’ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিশুদের জন্য বিশেষ আয়োজনের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বাচ্চাদের জন্য ১০০ মিটার দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ফুটবল কিক সহ নানান বিনোদনমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনন্দঘন এ আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের লুমিনারি সংগঠনের সদস্যবৃন্দ।  

জানা যায়, রান ফর হোপ ফাইট ফর লাইফ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘রান ফর ক্যান্সার এওয়ারন্যাস’ এর মূল পর্ব আগামী ২৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে অংশগ্রহণকারীরা ২ কিমি ও ৭.৫ কিমি ক্যাটাগরিতে দৌড় দেবে। গত ৭ জানুয়ারি কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মো. ওমর ফারুকের (ফার্মেসি, নোবিপ্রবি) স্মরণে এ বছর পালন করা হবে আয়োজনটি।

প্রতিযোগিতাটির আয়োজক রাকিব রহমান বলেন, সকল অংশগ্রহণকারীদের জন্য রয়েছে জার্সি, মেডেল, সার্টিফিকেটসহ আরও চমকপ্রদ উপহার! ইভেন্টের মোট প্রাইজমানি ১৫ হাজার টাকা। প্রতি ক্যাটাগরিতে প্রথম ৫ জন এর জন্য রয়েছে পরিবেশ বান্ধব চারাগাছ।


আরটিভি/এএএ/এস