images

ক্যাম্পাস

জাবিতে প্রশাসনিক ভবন থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ০৬:৪৯ পিএম

images

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন  তারা।

এ সময় শিক্ষার্থীদেরকে ‘মুজিববাদের আস্তানা, ভেড়ে দাও গুঁড়িয়ে দাও, মুজিবের গদিতে আগুন জ্বালো একসাথে, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক তৌহিদ আহমেদ সিয়াম বলেন, রাষ্ট্রীয় পর্যায় থেকে মুজিবের ছবি সরানো হয়েছে। সেই থেকে আমরা বলেছিলাম যে জাহাঙ্গীরনগরে কোনো মুজিবের ছবি থাকবে না। সেই কথার প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি সরানোর হলো। 

আরটিভি/এএএ/এসএ