সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:১৭ পিএম
সারাদেশে চলা ধর্ষণ, খুন ও ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। তারা বলেন, যেই নারীরা জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে ছিল তারা আজ ধর্ষণের শিকার হচ্ছে। রাস্তায় নামলেই মানুষ ছিনতাই, ডাকাতির শিকার হচ্ছেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুই করতে পারছেন না। আইনশৃঙ্খলা বাহিনী কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো ব্যর্থতার দায় নিয়ে আপনি পদত্যাগ করুন।
অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি যদি আপনারা রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তবে আপনাদেরকেও বিদায় করব।
বিক্ষোভ সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতীকী গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা।
আরটিভি/এমকে/এস