শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ১০:৩২ পিএম
ধর্ষণ প্রতিরোধে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে উক্ত বিক্ষোভ মিছিল করা হয়। এর আগে, জোহা চত্বরে একত্রিত হন শিক্ষার্থীরা। এরপর পশ্চিমপাড়ায় মেয়েদের হলের সামনে দিয়ে ঘুরে পুনরায় জোহা চত্বরে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে করেন।
এ সময় তারা, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা জবাই কর’, ‘ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘আমার বোন ধর্ষিত কেন? ইন্টারিম জবাব দে’, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট একশন’, ‘ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘রাবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘বিচার বিচার বিচার চাই, ধর্ষকের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরোজ বলেন, ‘ধর্ষণের কারণে আমাদের বোন আসিয়া এখন মৃত্যুর পথযাত্রী। অনেক ধর্ষিতা বোন আছে, যারা তাদের কথা প্রকাশ করতে পারে না। তারা প্রত্যেকটা দিন তিলে তিলে মনের ভিতর কুঁকড়ে মরে যায়। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে না পারেন, তাহলে আপনি পদত্যাগ করে রাষ্ট্র জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ দেশ পরিচালনা করবে।’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের বোনদের ওপর দেশের বিভিন্ন জায়গায় একটা মহল ইচ্ছা করে নির্যাতন চালাচ্ছে। এ নির্যাতনে হাত থেকে আসিয়াও রেহাই পায়নি। ইন্টেরিম গভর্নমেন্টকে আমরা বলে দিতে চাই, আপনারা যদি আমার বন্ধুদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, তাহলে দেশের শাসনভার চালানোর অধিকার আপনাদের নেই। আপনারা যদি দেশের শাসনভারে থাকতে চান, তাহলে আগে ধর্ষকদের মৃত্যু দিয়ে বিচার নিশ্চিত করুন।’
বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ-টি