images

ক্যাম্পাস / দেশজুড়ে

লাকি আক্তারের গ্রেপ্তার দাবি, জবিতে অবাঞ্ছিত ঘোষণা

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ১২:৫৯ পিএম

images

রাজধানীতে পুলিশের ওপর হামলার প্রতিবাদে এবং গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারসহ ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে লাকিকে গ্রেপ্তারের দাবি জানান। মঙ্গলবার দিবাগত রাত ২টায় এ বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। 

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে ক্যম্পাসে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর’, ‘ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার সোনার বাংলায় শাহবাগের ঠাঁই নাই’, ‘শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘সারা বাংলায় খবর দে, শাহবাগের কবর দে’, ‘শাহবাগী হামলা করে, ইন্টেরিম কী করে’-সহ ইত্যাদি স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই। ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমাদের পুলিশ ভাইদের ওপর হামলা করেছে। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে শাহবাগীদের স্থান হবে না।

ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক বলেন, আমরা দেখেছি, ২০১৩ সালে যেই লাকি আক্তাররা, ইমরান এইচ সরকাররা দেশের জনগণকে জিম্মি করে এক নারকীয় অবস্থা সৃষ্টি করেছিল। যদি আবারও তারা বাংলাদেশে ২০১৩ সালের মতো নারকীয় পরিস্থিতি তৈরি করতে চাই, আমরা আবু সাঈদ, মুগ্ধদের মতো রুখে দেবো।

আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আসা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য এক ঝাঁক ভারতীয় হায়েনা মাঠে নেমেছে। ২০১৩ সালের যেসব কুকুর শাহবাগে ঘেউঘেউ করেছিল, তাদের আবারও পদচারণা দেখা যাচ্ছে। তারা কোন সাহসে আমার দেশের পুলিশের ওপর হামলার সাহস পায়, এটাই আমার প্রশ্ন। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাহমিদ আহমেদ বলেন, এটা ২০২৫ সাল। এটা ২০১৩ নয়। এখানে কোন লাকি আক্তারের জায়গা হবে না। ২০১৩ সালে নারকীয়ভাবে হত্যা করা হয়েছিল নিরীহ মানুষদের। নির্বিচারে গুলি চালানো হয়েছে।

আরটিভি/এমকে/এস