images

রাজনীতি / নির্বাচন কমিশন

ভাইরাল হওয়া ছবিটি এখনকার নয়, ২০১৫ সালের: তাবিথ

বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ , ০১:১৯ পিএম

images

যাত্রীবাহী বাসের জানালায় বসে থাকা নিজের ভাইরাল ছবিটির ব্যাখ্যা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

তিনি বলেন, ‘আমার একটা ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এটি এখনকার নয়। পরিষ্কারভাবে দেখবেন- এটি ২০১৫ সালের নির্বাচনী প্রচারের ছবি। বাসের জানালার বাইরে জনসংযোগ করছিলাম। মানুষকে দেখার জন্য দাঁড়িয়েছিলাম।’

তাবিথ বলেন, ‘বাসের কোনো কন্ডাক্টর অথবা প্রচারের কোনো অংশ এই ছবি ছিল না। ছবিটাকে অপব্যবহার করা হচ্ছে। আমি আহ্বান জানাচ্ছি- এই ছবি নিয়ে যেন কোনো অপপ্রচার করা না হয়।’

একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, প্রতিদিন নতুন নতুন পদ্ধতিতে তার প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হ‌চ্ছে। পোস্টার না সাঁটাতে নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। হামলা করা হচ্ছে।

বুধবার সাড়ে ১০টায় উত্তর বাড্ডা রহমাতুল্লাহ গার্মেন্টসের সাম‌নে থেকে দলীয় নেতাকর্মী‌দের নিয়ে প্রচারণা শুরুর পর ঢাকা উত্তরে বিএনপির এই মেয়রপ্রার্থী এ সব কথা বলেন।

তিনি ব‌লেন, ‘গত রাত থেকে বাধা দেওয়ার নতুন ধরন দেখতে পাচ্ছি। এত‌দিন বিএনপি প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হ‌তো। এখন মাইক কেড়ে নেওয়া হ‌চ্ছে। পোস্টার না লাগাতে হুমকি-ধম‌কি দেওয়া হ‌চ্ছে। হামলা করা হ‌চ্ছে। অনেককে গ্রেপ্তারও করা হ‌চ্ছে।’

নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়ে তিনি ব‌লেন, ‘প্রচারের আর ১২ দিন বাকি আছে। এই সময়ে সব প্রার্থী সমানভাবে প্রচারণা চালাতে পারে, ইসি যেন সে ব্যবস্থা করে।’

গণসংযোগে তাবিথের সঙ্গে আছেন বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান বাবুল, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুণ রায় চৌধুরী, যুবদ‌ল সভাপ‌তি সাইফুল আলম নীরব, ম‌হিলা দ‌লের সাধারণ সম্পা‌দক সুলতানা আহ‌মেদ, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিএন‌পি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসজে/পি