শুক্রবার, ১০ মার্চ ২০১৭ , ০৫:৫৮ পিএম
সুদর্শন চিত্রনায়ক শাহরিয়াজ ও জলি অভিনীত 'মেয়েটি এখন কোথায় যাবে' সিনেমাটি মুক্তি পেয়েছে শুক্রবার। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা নাদের চৌধুরী। চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, রাইসুল ইসলাম আসাদ।
দেশের ৩৯ প্রেক্ষাগৃহে মুক্তি সিনেমাটি।
সিনেমার গল্পে দেখা যাবে, জলিকে পছন্দ করেন শাহরিয়াজ। কিন্তু জলি সাড়া দেন না। শাহরিয়াজও তার পিছু ছাড়েন না। পাগল প্রেমিকের একটাই কথা, 'তোমার যেদিন আমাকে ভালোবাসতে ইচ্ছে হবে সেদিন ভালোবেসো'। একটা সময় সাড়া মিললেও তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় ধর্ম।
ঢাকা
শ্যামলী, পুনম, গীত, মধুমিতা, চিত্রামহল, বলাকা, সৈনিক ক্লাব, রাণীমহল ও পূর্ণিমা।
ঢাকার বাইরে
মানসী (কিশোরগঞ্জ), মডার্ন (দিনাজপুর), বর্ষা (জয়দেবপুর), মধুমতি (ভৈরব), মধুমতি (কুমিল্লা), মমতাজ (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মনোয়ার (জামালপুর), নিউ গুলশান (জিঞ্জিরা), নিউ মেট্টো (নারায়ণগঞ্জ), নিউ রজনীগন্ধা (চালা), নবীন (মানিকগঞ্জ), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), চম্পাকলি (টঙ্গী), ছায়াবাণী (ময়মনসিংহ), চাঁদমহল (কাঁচপুর), শাপলা (রংপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), কাকলী (শেরপুর), কেয়া (টাঙ্গাইল), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), সোনিয়া (বগুড়া), ঝংকার (পাঁচদোনা), উপহার (রাজশাহী), উল্লাস (বীরগঞ্জ), ছন্দা (কালিগঞ্জ) ও রাজু (ঈশ্বরদী)।
এইচএম