images

বিনোদন / টেলিভিশন

ঊর্মিলার দুঃখ প্রকাশ

শনিবার, ১১ মার্চ ২০১৭ , ১২:৩৭ পিএম

সময়ের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর দুঃখ প্রকাশ করেছেন। দিন খানেক আগে তার হঠাৎ অসুস্থতার ফলে বেশ ক'জন নির্মাতা শিডিউল জটিলতায় পড়েন।

ঊর্মিলা জানেন একটি নাটক তৈরি করতে পরিচালককে কতো ঝক্কি ঝামেলার সম্মুখীন হতে হয়। তাইতো সকলের কাছে ক্ষমা চেয়েছেন এ অভিনেত্রী।

এ ব্যাপারে ঊর্মিলা বলেন, 'আমার কারণে যেসব পরিচালক শিডিউল সমস্যায় পড়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আসলে খুব সিরিয়াস অসুস্থ না হলে চেষ্টা করতাম শুটিংয়ে যেতে। কিন্তু কোনো উপায় ছিল না। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে, হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা ছিল না'।

তিনি আরো বলেন, 'অতীতে কখনো কাউকেই ফাঁসাইনি। জীবনে প্রথম এমন হলো আমার ক্ষেত্রে। তাই আমার কারণে যাদের সমস্যা হয়েছে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী'।

গেলো ৮ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঊর্মিলাকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়।

টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন 'অভিনয়শিল্পী সংঘ'র প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি। অভিনয় ও সংগঠন দু'টো কাজ নিয়েই ব্যস্ত সময় কাটছে ঊর্মিলার।

এইচএম