images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

আপনের পুজার গান

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ , ০৫:৫৩ পিএম

images

সঙ্গীত শিল্পী আপন পুজায় নতুন গান নিয়ে এসেছে। দুর্গা পুজায় আপনের “দুর্গা মা’ই কি জয়” গানটি ১২ অক্টোবর সন্ধ্যায় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

গানটি লেখা, সুর এবং পরিচালনা করেছেন সাইফুল ইসলাম।

গানটি কম্পোজিশন করেছেন অনুপ। এর আগে আপনের কণ্ঠে নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে গানটি প্রশংসিত হয়।

এছাড়া এই শিল্পীর মা, বঙ্গবন্ধু তুমি জাতীর পিতাসহ বেশ কিছু গান প্রকাশিত হয়েছে।

এম