images

বিনোদন

মিঠুনের স্ত্রী-ছেলের বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ

রোববার, ১৮ অক্টোবর ২০২০ , ০৬:০৪ পিএম

images

ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় (মিমো) চক্রবর্তী এবং স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন এক তরুণী মডেল। ভারতীয় সংবাদসংস্থা এএনআই এর বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর মিমো এবং যোগিতার বিরুদ্ধে মুম্বাইয়ের ওশিয়ারা থানায় ওই অভিযোগ দায়ের করা হয়। 

অভিযোগকারী জানান, ২০১৫ সাল থেকে তিনি মিমোর সঙ্গে সম্পর্কে ছিলেন। একবার মিমো তার সফট ড্রিঙ্কে মাদক মিশিয়ে দিয়েছিলেন এবং তারপর অনুমতি ছাড়াই তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেছিলেন। অভিযোগকারী মহাক্ষয় বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে তার দাবি।

মিঠুন চক্রবর্তী বেশ কয়েকমাস ধরে সেভাবে আর ‘পাবলিক লাইফ’-এ নেই। রাজনীতিতেও নেই। সারদা মামলায় তার নাম জড়িয়ে যাওয়ার পর প্রথমে সিবিআইকে টাকা ফেরত দিয়েছেন। তারপর ইস্তফা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদের পদ থেকে।

মিঠুনের বড় ছেলে মিমোর বলিউড ক্যারিয়ার সেভাবে সফল হয়নি। কিন্তু এই ‘বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস’র অভিযোগ মিমো, যোগিতার এবং সর্বোপরি মিঠুন কীভাবে সামাল দেন তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। 

জিএ/এম