শুক্রবার, ১৭ মার্চ ২০১৭ , ০১:৩২ পিএম
জনপ্রিয় সঙ্গীতশিল্পী-অভিনেতা তাহসান ও নাদিয়া অভিনীত আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'দূরবীন' ইউটিউবে প্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রকাশ হওয়া ছবিটি এরই মধ্যে ব্যাপক দর্শক সাড়া পেয়েছে।
মুক্তির ১৪ ঘণ্টা না পেরুতেই এক লাখের বেশিবার দেখা হয়েছে নতুন এই ছবিটি।
গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ভিকি জাহেদ।
দূরবীণে তাহসান-নাদিয়া ছাড়াও অভিনয় করেছেন রাজত্ব ব্যান্ডের তৌফিক আহমেদ। আরো আছেন মনসুর মুস্তাফিজ, সোহান বাবু ও ইহতিশাম আহমেদ।
চিত্রগ্রহণে ছিলেন সুমন সরকার, সম্পাদনায় আছেন সাইফ রাসেল এবং সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াত অর্পণ।
ভিকি জাহেদ বলেন, দূরবীন একটি বিভ্রমের গল্প। যে বিভ্রম এতটাই মায়াবী যে এর অস্তিত্বের ব্যাপারে মানুষের বিন্দুমাত্র সন্দেহ থাকে না। গভীর ভালোবাসা ও মানব সম্পর্কের জটিলতা প্রায়ই এমন বিভ্রম সৃষ্টি করে আমাদের সামনে।
এইচএম