images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

কিংবদন্তি সঙ্গীতশিল্পী চাক বেরি আর নেই

রোববার, ১৯ মার্চ ২০১৭ , ১০:৩৫ এএম

images

রক অ্যান্ড রোল গানের কিংবদন্তি চাক বেরি আর নেই। ৯০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মিশরি অঙ্গরাজ্যে নিজ বাসভবনের বাইরে থাকা অবস্থায় মারা গেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের পুলিশ জানিয়েছে, চার্লস এডওয়ার্ড অ্যান্ডারসন বেরি (সিনিয়র) যিনি সঙ্গীত জগতে চাক বেরি নামে পরিচিত, আমাদের ছেড়ে চলে গেছেন।

জানা গেছে,  শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার সময় জরুরি বিভাগ থেকে বার্তা পেয়ে চাক বেরির বাসায় আসে পুলিশ। কিন্তু সেখানে এসে তার বাড়ির দরজায় বেশ কয়েকবার কলিং বেল বাজিয়েও সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে আসে পুলিশ। এ সময় বাড়ির প্রাঙ্গণে মেলে চাক বেরির নিথর দেহ।

চার্লস অ্যাডওয়ার্ড এন্ডারসন বেরি বা চাক বেরির জন্ম ১৯২৬ সালের ১৮ অক্টোবর।

এই সঙ্গীত শিল্পীর জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে- আফটার স্কুল সেশান, ওয়ান ডাজন বেরিস, রকিস এট দ্য হোপস, সেন্ট লুইস টু লিভারপুল।

৫০ দশকের শেষ ভাগ থেকে ৬০ দশকের সবচে জনপ্রিয় শিল্পীদের একজন চাক বেরি।

এইচএম