images

বিনোদন / আরটিভি

শেষ হলো কোরআন প্রতিযোগিতার ঢাকা পর্বের বাছাই

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭ , ০৯:৩৬ পিএম

images

আরটিভির রিয়েলিটি শো-‘ডেকো নিবেদিত আলোকিত কোরআন প্রতিযোগিতা ২০১৭’ ঢাকা পর্বের বাছাই পর্ব শেষ হয়েছে।

রাজধানীর পল্টনে বায়তুন নূর জামে মসজিদে এই রাউন্ডের ঢাকা অঞ্চলের প্রতিযোগীদের বাছাই হয়।

এতে বিচারকের দায়িত্ব পালন করলেন হাফেজ মাওলানা লুৎফুর রহমান, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা আইমুল আরেফিন ও হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ।

ঢাকা পর্বের শেষ দিন অডিশনে অংশ নেন প্রায় ৪শ’ প্রতিযোগী। এদের মধ্যে ইয়েস কার্ড পান ৪৫ জন।

আসছে পহেলা রমজান থেকে আরটিভিতে প্রচার হবে, আলোকিত কোরআন প্রতিযোগিতা।

কে/এইচএম