images

বিনোদন / বলিউড

মাধুরীর দৃষ্টিতে বলিউডের আমূল পরিবর্তন

শনিবার, ২৫ মার্চ ২০১৭ , ১০:২৩ এএম

images

আশি থেকে নব্বই দশকের বলিউড কাঁপানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি বলেছেন, বিগত বছরগুলোর চেয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি এখন অনেক বেশি নিয়মতান্ত্রিক হয়েছে।  

মাধুরী বলেন, এ সময়ের প্রত্যেকেই খুব সময়সচেতন। একটা নিয়মের মধ্যে চলছে সবকিছু। ভিন্ন কনসেপ্টের তৈরি সিনেমাও বেশ ভালো করছে। এটা শুধুমাত্র গান ও নাচের মধ্যে সীমাবদ্ধ নেই। অভিনেত্রীরাও সামনের দিকে অগ্রসর হচ্ছেন, সেই সঙ্গে প্রযোজনায়ও তাদের দেখা মিলছে।

তিনি আরো বলেন, আপনি যদি একটা ফিক্সড স্ক্রিপ্ট পান তাহলে আপনার চরিত্র নিয়ে সচেতন থাকবেন। সেই সঙ্গে লুক ও অভিনয় পারফরমেন্সের দিকে গুরুত্ব বাড়বে। এভাবেই ইন্ডাস্ট্রি ভালোর দিকে এগিয়ে যাচ্ছে।

নাচের জন্য বিখ্যাত এ অভিনেত্রী মনে করেন, লেখকদের আরো বেশিমাত্রায় নারীকেন্দ্রিক চরিত্র নিয়ে লেখা দরকার। এক রাতেই মধ্যেই কোনো পরিবর্তন হয় না। নারীরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারীরা শুধু মা নন, তারা সন্তান পালনের পাশাপাশি বাড়ির অন্যসব দায়িত্ব পালন করেন।      

সবশেষ 'গুলাব গাং' সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় মুখ দেখান মাধুরী। হার্টথ্রব এ নায়িকা ভালো চরিত্র পেলে আবারো বড়পর্দায় ফিরবেন এমনটাই জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া অনুসরণে

এইচএম/এফএস