সোমবার, ০১ মার্চ ২০২১ , ০৬:২১ পিএম
মার্কিন রিয়ালিটি তারকা কিম কার্দাশিয়ান ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হলেন। নিজের বিউটি প্রোডাক্ট স্কিমসের জন্য বিশেষ এই ফটোশুট করেছেন তিনি।
এদিন পিঠ পর্যন্ত নেমে আসা খোলা চুলেই বসেছেন ক্যামেরার সামনে। গায়ে গায়ে এক টুকরো সুতো পর্যন্ত নেই। পুরো শরীরেই নিজের সংস্থার ন্যুড মেকআপ ব্যবহার করেছেন।
৪০ বছর বয়সী কিমের জন্ম লস অ্যাঞ্জেলসে। হলিউড তারকা প্যারিস হিলটনের সঙ্গে বন্ধুত্বের সুবাদে প্রথম প্রচারের আলোয় আসেন তিনি। সাবেক প্রেমিক রে জে’র সঙ্গে তার একটি ‘সেক্স টেপ’ ভাইরাল হয়ে যায়।
তারপর আরও পরিচিতি পান কিম। তবে ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ মাধ্যমেই জনপ্রিয়তার শিখরে পৌঁছান তিনি।
বর্তমানে ব়্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে ডিভোর্সের মামলা নিয়ে আলোচনায় রয়েছেন কিম। ৭ বছরের বিবাহিত জীবনে চার সন্তান রয়েছে দুই তারকার।
এম