শুক্রবার, ০৫ মার্চ ২০২১ , ০৩:১৬ পিএম
ছোট্ট দীঘি জয় করেছিল লাখো মানুষের ভালোবাসা। শুধু কী ভালোবাসা শিশুশিল্পী হিসেবে পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই যখন নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন তখন দর্শকের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু দর্শকদের একদমই নারাজ করেছেন দীঘি। তার অভিনীত তুমি আছো তুমি নেই নামে ছবিটি ১২ মার্চ মুক্তি পাচ্ছে।
এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেইলার। যা দেখে দর্শকরা চরম হতাশ। ইউটিউবের কমেন্টস বক্সে নানা তির্যক মন্তব্য করেছেন তারা। দীঘি এমন একটি ছবিতে কিভাবে অভিনয় করলো? এমন প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন অনেকে।
ছবিটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এতে দীঘির বিপরীতে রয়েছেন আসিফ ইমরোজ।
ইউটিউবে ট্রেইলারের নিচের কিছু কমেন্টস পাঠকদের সামনে তুলে ধরা হলো।
এম