images

বিনোদন / বলিউড

করোনা নিয়ে শুটিংয়ে অভিনেত্রী, থানায় অভিযোগ

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ , ০৪:১৭ পিএম

images

করোনায় আক্রান্ত হলে স্বাস্থ্যবিধি অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু সে নিয়মের তোয়াক্কা না করে শুটিংয়ে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী গওহর খান। এমন পরিস্থিতিতে শুটিং করার কারণে এই অভিনেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)।

অভিযোগে বিএমসি কর্মকর্তারা জানিয়েছেন, আন্ধেরিতে গওহরের বাড়িতে গেলে তিনি দরজা খোলেননি। সেখান থেকে জানা গেছে, তিনি বাড়িতে না থেকে শুটিংয়ে গেছেন। এরপরই বিএমসির পক্ষ থেকে ওশিয়াড়া থানায় অভিযোগ দেওয়া হয়।

বিএমসির পক্ষ থেকে বলা হয়েছে, 'শহরের সুরক্ষার সঙ্গে কোন সমঝোতা নয়। করোনাবিধি লঙ্ঘণ করায় অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। প্রত্যেকের জন্যই সমান নিয়ম। শহরবাসীর প্রতি অনুরোধ করছি কোভিডের নির্দেশিকা মেনে চলার এবং এই ভাইরাসকে হারাতে সাহায্য করার জন্য।' সূত্র: টাইম অব ইন্ডিয়া

আরও পড়ুন...
হাসপাতালে ভর্তি কাজী হায়াৎ

এনএস