images

বিনোদন / ঢালিউড

সিনেমায় মিথিলা

রোববার, ২১ মার্চ ২০২১ , ০১:৩৯ পিএম

images

এবার সিনেমায় দেখা যাবে জনপ্রিয় মুখ রাফিয়াথ রশিদ মিথিলাকে। শোবিজ ক্যারিয়ারে নিয়মিতই নাটক-বিজ্ঞাপন-গানে কাজ করেছেন তিনি। তাকে ওয়েব সিরিজেও দেখা গেছে।

এবার সিনেমায় হাজির হচ্ছেন মিথিলা। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিতে কাজ করবেন তিনি। তার বিপরীতে আছেন চিত্রনায়ক নিরব।

জানা গেছে, গতকাল (২০ মার্চ) চুক্তিবদ্ধ হয়েছেন নিরব ও মিথিলা।

পরিচালক বলেন,  একটি বাস্তব ঘটনা নিয়ে চলচ্চিত্রটি তৈরি হবে। ছবিটির শুটিং হবে সুন্দরবনে।

‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা মাস চারেক আগেই করেন পরিচালক। কদিন আগে গল্প লেখা সম্পন্ন হয়। এরপর থেকে শুটিংয়ের প্রস্তুতি নিয়েছেন তারা।

‘অমানুষ’র মূল গল্প অনন্য মামুনের, আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। সব ঠিক থাকলে আসছে ২৫ মার্চ থেকে শুটিং শুরু হবে।

আরও পড়ুন...
তৃতীয় বিয়ে ভাঙতে না ভাঙতেই অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী!

এম