images

বিনোদন / বলিউড

নগ্ন হয়ে হাজির হলেন জ্যাকি শ্রফ

শুক্রবার, ২৬ মার্চ ২০২১ , ০৯:১৩ পিএম

images

কোন চরিত্রকে ফুটিয়ে তুলতে একজন অভিনয়শিল্পীকে কঠোর পরিশ্রম করতে হয়। অনেক ক্ষেত্রে বিশেষ ত্যাগ স্বীকার করতেও দ্বিধাবোধ করেন না তারা। আর তাইতো এবার নগ্ন হয়ে পর্দায় হাজির হচ্ছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ।

'ওকে কম্পিউটার' ওয়েব সিরিজে আধ্যাত্মিক গুরুর ভূমিকায় দেখা যাবে জ্যাকি শ্রফকে। যিনি সবসময় নগ্ন থাকেন। এতে তার চরিত্রের নাম পুষ্পক। আনন্দ গান্ধীর পরিচালনায় ওয়েব সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বিজয় ভার্মা ও রাধিকা আপ্তে। ডিজনি প্লাস হটস্টারে এটি দেখা যাবে।

জ্যাকি শ্রফ বলেন, ‘পুরো ওয়েব সিরিজে নগ্ন হয়ে থাকেন এমন ব্যক্তির চরিত্রে অভিনয় অনেক চ্যালেঞ্জিং ছিল। কিন্তু যখন চরিত্রের মধ্যে সম্পূর্ণ মগ্ন হওয়া যায় তখন এটি অনেক সহজ। আমি এই চরিত্র ও গল্পে নিজস্ব কিছু যোগ করেছি।’

সায়েন্স ফিকশন ঘরানার এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট ২০৩১ সাল। একটি দৃশ্যে দেখা যাবে- বিজয় ভার্মা তার পিঠে করে নগ্ন জ্যাকি শ্রফকে বহন করছেন। এই দৃশ্য প্রসঙ্গে জ্যাকি বলেন, ‘আমাকে শুধু বলা হয়েছে, কোনো কিছু তোয়াক্কা করার প্রয়োজন নেই। বিজয়কে একটু অস্বস্তিতে দেখানো হয়েছে কারণ তার সামনে একজন নগ্ন ব্যক্তি দাঁড়িয়ে থাকবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। আমরা দু’জনই যতটুকু সম্ভব এটিকে হাস্যরসাত্মক করার চেষ্টা করেছি।’

এনএস