images

বিনোদন / বলিউড

কার্তিককে আজীবনের জন্য নিষিদ্ধ করলেন করণ জোহর

শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ , ০৭:৫৭ পিএম

images

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছেন করণ জোহর। এই অভিনেতার অপেশাদার আচরণের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলিপাড়ার তারকা নির্মাতা।

জানা যায়, ২০১৯ সালে 'দোস্তানা ২' নির্মাণের ঘোষণা দিয়েছিলেন করণ জোহর। যেখানে চুক্তিবদ্ধ হয়েছিলেন কার্তিক আরিয়ান। কিন্তু তার অপেশাদার আচরণে বিরক্ত করণ। এই সিনেমার তারিখ নিয়ে প্রয়োজনা সংস্থাকে দিনের পর দিন ঝুলিয়ে রেখেছিলেন নায়ক। শুটিংয়ের দিন নিশ্চিত করার কথা জানানো হলেও কোন জবাব দেননি তিনি। এমনকি শেষ মুহূর্তে ছবির স্ক্রিপ্ট নিয়েও আপত্তি তুলেছেন কার্তিক।

সবকিছু মিলিয়ে করণ জোহরের ধর্মা প্রোডাকশন থেকে জানানো হয়েছে, তাদের সঙ্গে কার্তিক আর কখনও কাজ করতে পারবেন না।

প্রসঙ্গত, জন আব্রাহাম-অভিষেক বচ্চন অভিনীত ‘দোস্তানা’ ছবির সিক্যুয়ালে কোলিন ডিকুনহার পরিচালনায় কার্তিকের পাশাপাশি লিড হিরো হিসেবে অভিনয়ের কথা ছিল নবাগত লক্ষ্য লালওয়ানির।

এনএস