images

বিনোদন

টার্গেট পূরণে ঘাম ঝরাচ্ছেন মিম (ভিডিও)

শুক্রবার, ২৮ মে ২০২১ , ০৭:২৮ পিএম

images

করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী সময় কাটিয়েছেন বিদ্যা সিনহা মিম। ফলে কিছুটা মুটিয়ে গেছেন এই অভিনেত্রী। আর তাই নিজেকে ফিট রাখতে জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘মাঝে একটু মোটা হয়ে গিয়েছিলাম। এখন ফিট থাকার একটা টার্গেট করেছি। একটা লিন বডি (মেদহীন) বানাব, যেটা আগে হয়নি। প্রতিদিন প্রায় ২ ঘণ্টার মতো সময় ব্যয় করছি।’

আরও পড়ুন...ত্রাণ দিতে গিয়ে মা'র খেলেন অভিনেতা রুদ্রনীল

মিমের হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। করোনার কারণে বাকি অংশের শুটিং শেষ করা সম্ভব হচ্ছে না। তবে সম্প্রতি একটি মুঠোফোন কোম্পানির শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছে এই লাক্স তারকা।

প্রসঙ্গত, মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাপলুডু’। এতে তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ। এছাড়াও তার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এনএস

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bidya Sinha Saha MiM (@bidya_mim)