শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭ , ০২:৪৩ পিএম
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। ব্যবসায়ী হিসেবেও তার সাফল্য অসামান্য।
এবার ব্যবসায়ীদের নির্বাচনেই অংশ নিচ্ছেন শমী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন শমী কায়সার।
জানা গেছে, সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্যপরিষদের প্যানেল থেকে নির্বাচন করবেন এ অভিনেত্রী। এই প্যানেলের সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বর্তমান কমিটির প্রথম সহসভাপতি।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর পূর্বাণী হোটেলে এ প্যানেল ঘোষণা করা হয়। চেম্বার থেকে ১৮ জন ও এসোসিয়েশন থেকে ১৮ জন করে প্রার্থী দিয়েছে এই প্যানেল।
আসছে ১৪ই মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শমী কায়সার ই-কমার্সভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআইর সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হয়েছেন।
এইচএম