images

বিনোদন / বলিউড

গরু নয় মহিষের মাংস ছিল: কাজল

মঙ্গলবার, ০২ মে ২০১৭ , ১০:০২ পিএম

সম্প্রতি বলিউড অভিনেত্রী কাজল এক বন্ধুর রেস্তোরাঁয়  গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা। সেখানে নিজ ফোন থেকে করা ভিডিও আপলোডের পর ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন এ অভিনেত্রী। 

বন্ধু রিয়ানের রেস্তোরাঁয় ‘বিফ পিপার’ নামে একটি খাবার তৈরি করা হয়েছিল। বন্ধুদের সঙ্গে খাবার নিয়ে হৈহুল্লোড়ের ওই ভিডিওটিই ফেসবুকে পোস্ট করেন কাজল। 

সেখানে পরিবেশন করা খাবারটি কী কাজল জানতে চাইলে জবাবে ওই বন্ধু বলেন, ‘এটা বিফ পিপার’। 

আর এ নিয়ে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেসবুকে তোলপাড়। অনেকেই কাজলে প্রতি ধর্মকে আঘাত হানার অভিযোগ করেন।

পরে ওই ভিডিও ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন বলিউড অভিনেত্রী কাজল। যদিও ভিডিওটি এখনো বিভিন্ন পেজে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিও ঘিরে যাতে কোনো বিতর্ক না হয় সেজন্য ব্যাখ্যাও দেন কাজল। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি জানিয়েছেন, বন্ধুর মধ্যাহ্নভোজের ভিডিওতে বলতে শোনা গেছে যে, টেবিলে বিফ ডিশ রয়েছে। এটা ভুল বোঝাবুঝি ছাড়া কিছু নয়। টেবিলে যা ছিল তা আসলে মহিষের মাংস। 

এটা খুব সংবেদনশীল বিষয় যা ধর্মীয় ভাবাবেগকে আহত করতে পারে। তাই এ বিষয়ে তিনি বিশদ ব্যাখ্যা দিলেন বলে জানান কাজল।

ওয়াই/সি