শুক্রবার, ০৫ মে ২০১৭ , ০৩:৩০ পিএম
মরক্কোর মেয়ে আবিদ এল অাবেদ আরব টেলেন্ট নির্বাচিত হলেন। গেলো শনিবার আরব সংগীত প্রতিযোগিতায় ২৫ বছরের যুবতি আবিদ সেরা পুরষ্কারটি অর্জন করেন।
তার গাওয়া মরক্কোর গান ‘ইয়া হাবিব এল কালব’ দর্শক-শ্রোতা ও বিচারকদের মন জয় করে। বিচারকরা তার উচ্ছসিত প্রশংসা করেন।
আবিদের জন্ম ১৯৯২ সালে। মরক্কোর উত্তরের শহর টেঙ্গিয়ারে। ৯ বছর বয়সে সংগীত বিদ্যালয়ে সংগীত সাধনা শুরু করেন। সংগীতে ভালো করতে তার পরিবার সব সময় তাকে উৎসাহিত করেছে।
২০১১ সালে মরক্কোর জনপ্রিয় সংগীত উৎসব ‘চাদা আল আলহান’ এ প্রথম সংগীত পরিবেশন করে আলোচিত হন।
এমকে