বুধবার, ১১ আগস্ট ২০২১ , ১০:৫৭ এএম
ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। বর্তমানে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। দুই বছর লিভ-ইনে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি।
এ প্রসঙ্গে সোহিনী বলেন, ‘আমি-রণজয় দুজনেই একে অপরের সঙ্গে খুব কমফরটেবল। তাই বিয়ের ভাবনা শুরু করেছি। রণজয় চায় এ বছরের শেষেই বিয়েটা সেরে ফেলতে। কিন্তু আমার আত্মীয়-বন্ধুবান্ধবের সংখ্যাটা কম নয়। দুজনের পরিবার-বন্ধু মিলিয়ে যে সংখ্যা দাঁড়াবে তাতে করোনা পরিস্থিতিতে বিয়েটা কীভাবে সম্ভব সেটাই বুঝতে পারছি না।’
অন্যদিকে রণজয় বলেন, ‘হঠাৎ করে বিয়ের তারিখ ঠিক করে ফেলব, সেটাই হবে আসল মজা।’
রণজয়-সোহিনীর বন্ধুত্বের শুরু ২০১৩ সালে। দার্জিলিংয়ের রাস্তায় বিছুটি পাতা দিয়ে নায়িকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন রণজয়। সেখানে শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন সোহিনী। তখন তার পুরো দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছিলেন রণজয়। আর এ কারণেই তাকে না ভালোবেসে থাকতে পারেননি এই নায়িকা।
এনএস