images

বিনোদন / সিনেমা

পুরো মাসে যেভাবে চলবে মিম

রোববার, ১৫ আগস্ট ২০২১ , ১২:৫১ পিএম

images

করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী সময় কাটিয়েছেন বিদ্যা সিনহা মিম। কঠোর বিধিনিষেধ শেষে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী।

জানা যায়, এরইমধ্যে 'অন্তর্জাল' শিরোনামের একটি সিনেমার তিন দিন শুটিং করেছেন মিম। এরপর একদিন মহড়া। তারপর আবার শুটিং। এভাবেই চলবে পুরো মাস।

এই সিনেমায় সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে হাজির হবেন মিম। তাকে এমন চরিত্রে আগে কখনো দেখা যায়নি। প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের আরও বেশি এগিয়ে আসার অনুপ্রেরণার গল্পে এগিয়েছে সিনেমার কাহিনী।

প্রসঙ্গত, দীপঙ্কর দীপনের পরিচালনায় মিম ছাড়াও এতে আরও অভিনয় করবেন সিয়াম আহমেদ, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

এনএস