images

বিনোদন / ঢালিউড

নায়িকা নিয়ে এলেন মাহিম!

সোমবার, ০৮ মে ২০১৭ , ০৬:১৯ পিএম

images

সারিকার সঙ্গে বিচ্ছেদের পর চলচ্চিত্রে আসার ঘোষণা দিয়েছিলেন মাহিম করিম। শুধু ঘোষণাতেই থেমে থাকেননি। নিয়েছেন প্রস্তুতিও।

সেই ধারাবাহিকতায় এবার মাহিমের ছবির নায়িকার বিষয়টি পাকাপাকি হলো।

ছবিতে তার নায়িকা হিসেবে দেখা যাবে ২০১৪ সালের মিস ফেমিনা ফাইনালিস্ট সৌরিতী ব্যানার্জিকে। 

ছবির নাম চূড়ান্ত না হলেও এরই মধ্যে জানা গেছে বাংলাদেশ ও ভারতের দু'জন পরিচালক মিলে একসঙ্গে মাহিমের ছবিটি পরিচালনা করবেন।

ছবির বাংলাদেশের পরিচালক  ঈশান আরফিন নিতুল ও সঙ্গীত পরিচালক রুম্মান চৌধুরী।  

এ প্রসঙ্গে মাহিম বলেন, মিস ফেমিনায় থাকা এ অভিনেত্রী আমার ছবিতে কাজ করবেন। এজন্য আমরা কলকাতায় ক'দিন আগে একসঙ্গে ফটোশুটও করেছি।

স্টার জলসার ‘ঠিক যেন লাভ স্টোরি’ এবং কালারস টিভি চ্যানেলের ‘নাগলীলা’ নামে আরেকটি সিরিয়ালে কাজ করেছেন এ তিনি। এছাড়াও আইডিয়া, হোন্ডা, ন্যাশনাল রেলওয়ে , মোনাকোর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনেও মডেল হয়েছেন সৌরিতী। আশা করছি, কাজটি দর্শকরা পছন্দ করবেন। 

মাহিম জানিয়েছেন, তার এ ছবিতে আরো একটি চমক থাকছে। একজন জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যেতে পারে তার সঙ্গে। তবে সেই ঘোষণা ক'দিন পর দেবেন তিনি।

মুভির শুটিংয়ের সব প্রস্তুতি এরই মধ্যে নেয়া হয়েছে। এ ছবিতে অরজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কাক্কারের মতো তারকারা প্লেব্যাক করছেন। 


এসজে