images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

মায়ের গান নিয়ে কাজী শুভ

শনিবার, ১৩ মে ২০১৭ , ০৩:৪২ পিএম

বিশ্ব মা দিবস রোববার। বিভিন্ন আয়োজনে এ উৎসবটি পালিত হবে দিনটি। তার থেকে বাদ যায়নি গানও। 

পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী কাজী শুভ কন্ঠে তুলেছেন মায়ের একটি গান। শিরোনাম- ‘মায়ের প্রিয় মুখ’। 

এ গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজনে ছিলেন অমিত চ্যাটার্জি। সম্প্রতি সুইডেন ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেই গানে কন্ঠ দিয়েছেন কাজী শুভ। 

মাই সাউন্ড এর ইউটিউব চ্যানেলে শনিবার ‘মায়ের প্রিয় মুখ’ গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ হবে।

এ বিষয়ে কাজী শুভ বলেন, মাকে ভালোবাসার জন্য আসলে কোন দিবস লাগে না। তবুও বিশ্বের সকল মাকে শ্রদ্ধা জানানোর জন্য একটি দিবস করা হয়েছে। এ দিবসেই পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি করেছি।  


এইচএম